শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া, ০৭ জানুয়ারী, এবিনিউজ : কুষ্টিয়ায় উদ্বোধনের আগেই কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রলির ধাক্কায় শিপুল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া বাইপাস সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপলু কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মন্ডল পাড়ার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার ত্রিমোহনী থেকে শহররের মধ্যে যাওয়া রাস্তা অতিরিক্ত ভাঙ্গা হওয়ায় শিপুল বাইপাস দিয়ে মোটর সাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিপুল নিহত হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এবিএন/এ.এইচ.এম.আরিফ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত