![চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মোজাহার আলী প্রধান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/mp-mozahar-abnews_119292.jpg)
জয়পুরহাট, ০৭ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাহার আলী প্রধান। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট কালেক্টরেট মাঠে লাখো মানুষ তার জানাযায় অংশগ্রহণ করে তাকে শেষ বিদায় জানান। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয় ৷
শুক্রবার বিকালে নিজ বাসায় তিনি অসুস্থবোধ করলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তার মৃত্যুতে জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে ৷
মোজাহার আলী প্রধানের নামাজের জানাযায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বগুড়া জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট ১ আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি এ্যাডঃ সামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোলাইমান আলী, সাবেক এমপি আবু ইউসুফ খলিলুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট পৌর সভার বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মোজাহার আলী প্রধানের মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৯৭ সালে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালে জয়পুরহাট ১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
এবিএন/মিজানুর রহমান/জসিম/রাজ্জাক