![মাদারীপুরে মেশিনের চাপায় নিহত ১, আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/dead_abnews_119313.jpg)
মাদারীপুর, ০৭ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে আজ রবিবার সন্ধ্যায় ইট ভাংগা মেশিনের চাপায় পানু (৪৫) নামে একজন ইট ভাঙ্গা মেশিনের চালক ঘটনাস্থলে নিহত হয় এবং দুই জন আহত হয়ে রাজৈর স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইট ভাঙ্গা মেশিনটি টেকেরহাট হয়ে বাইপাশ সড়ক মিল্কভিটা রোড যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট গোল চত্তর মোড় ঘোরার সময় ইট ভাঙ্গা মেশিন ও একটি বাই সাইকেলের সাথে ধাক্কা লাগে এতে মেশিনটি ঘটনাস্থলে উল্টিয়ে যায়।
এ সময় ঘটনাস্থালে মেশিনে চাপা পরে চালক ঘটনা স্থলে নিহত হয়। আহত হন আরও দুই জন গোপালগঞ্জের মুরাদ শেখ (৩২) ও রাজৈর উপজেলার তুহিন বেপারী (১২)।
নিহত পান্নু গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি