![নিখোঁজের চার দিন পর মেঘনায় কনস্টেবলের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/las_119320.jpg)
মুন্সীগঞ্জ, ০৭ জানুয়ারি, এবিনিউজ : নিখোঁজের চার দিনের মাথায় নৌ পুলিশ কনস্টেবল মো ইব্রাহিমের লাশ ভেসে উঠেছে। আজ রবিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার সীমানাধীন মেঘনা নদীর কালিপুরা এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে সদরের চর-আব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কায় নৌ-পুলিশের একটি ট্রলার ডুবে নিখোঁজ হন ইব্রাহীম। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে খুঁজে ফিরলেও কোন সন্ধান দিতে পারেনি। শনিবার ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। পরে রবিবার বিকালে ইব্রাহিমের লাশ ভেসে ওঠে।
এসব তথ্য দিয়ে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক হোসেন জানান, বিকালে মরদেহটি ভেসে উঠলে ডুবুরি দল ও নৌ-পুলিশ ইব্রাহীমের লাশ উদ্ধার করে। মরদেহটি গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ইব্রাহীমের বাড়ি। তিনি মাত্র ১৩ দিন আগে এই নৌ- ফাঁড়িতে যোগ দেন।
গজারিয়া থানার ওসি (তদন্ত) প্রাণ বন্ধু জানান, সোমবার সকালে গজারিয়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠাবেন। তার পরিবারের সদস্যরা এখানে আসছেন।
এবিএন/মমিন/জসিম