শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভোলায় দৃষ্টিনন্দন টিউলিপ ফুল চাষের সম্ভাবনা

ভোলায় দৃষ্টিনন্দন টিউলিপ ফুল চাষের সম্ভাবনা

ভোলা, ০৭ জানুয়ারি, এবিনিউজ : দ্বীপ জেলা ভোলায় এবার বিশ্ব বিখ্যাত টিউলিপ ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। ফুলপ্রেমী কর্নেল (অবসরপ্রাপ্ত) সেলিম নেদারল্যান্ড থেকে এর বীজ সংগ্রহ করে তা রোপন করে সফল হয়েছেন। শহরের মধ্যে চরনোয়াবাদ এলাকার তার বাসভবনের ছাদে বিরল প্রজাতীর ফুল গাছে আজ প্রথম ফুল ফুটেছে। তার ১০টি বীজের মধ্যে ৭টি বীজ থেকে গাছ হয়েছে। একটিতে ফুল ও অন্যগুলোতেও ফুল আসতে শুরু করেছে। টিউলিপ ফুল চাষের আবহাওয়া অনুকুলে থাকায় এখানে এই ফুল উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ফুল প্রেমী কর্নেল সেলিম সাংবাদিকদের জানান, সাধারণত দ্বীপাঞ্চলে টিউলিপ ফুল ভালো হয়। তাই অনেকটা শখ করে গত বছরের সেপ্টেম্বরে টিউিলিপের বীজ রোপন করেন তিনি। শুধু শীতের সময়টাতে এই ফুল ফোটে। ৭/৮ দিন একটি ফুল গাছে থাকে। ফুল ঝড়ে পরার পর ফুলের বীজটা তুলে ফ্রীজে রেখে দিতে হয় পরের বছর লাগানোর জন্য। প্রথমিকভাবে মনে করা হচ্ছে এখনকার আবহাওয়া টিউলিপের জন্য সম্পূর্ণ অনুকুলে এবং এখানে আরো বৃহৎ আকারে টিউলিপ চাষ করা সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, টবে মাটিতে করে টিউলিপ ফুল গাছের আবাদ একটি ভালো উদ্যোগ। তবে বাণিজ্যিকভাবে এর চাষ করতে হলে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত