বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ, ০৮ জানুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বরিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত চালক শেখ শাহিন (৪৮) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে। নিহত অন্যজন হলেন আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী। পুলিশ তার নাম-পরিচয় বলতে পারেনি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালকসহ ২ জন মারা যান।

দুর্ঘটনায় আরও ১০ জন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতদের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত