![জয়পুরহাটে অসহায় শীতার্ত মানুষের মাঝে আশা’র কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/joypurhat-kombol_119367.jpg)
জয়পুরহাট, ০৮ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে আশা’ পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোকাম্মেল হক আশা’র পক্ষ থেকে এসব শীত বস্ত্র বিতরন করেন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, আশা’র রাজশাহী বিভাগীয় এসোসিয়েট মীর আনিছুর রহমান, আশা জয়পুরহাট জেলার ব্যাপস্থাপক আবতাব উদ্দিন, রিজিওনাল ব্যাপস্থাপক মোস্তাফিজুর রহমান, মমিন হোসেন খন্দকার প্রমুখ।
এ সময় জেলার দুঃস্থ ও অসহায় মানুষের শীত নিবারনের লক্ষ্যে আশা’র পক্ষ থেকে ৩৮৫টি কম্বল জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর