বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে বাস মালিক সমিতির দ্বন্দ্বে দূর্ভোগ যাত্রীরা

ঝালকাঠিতে বাস মালিক সমিতির দ্বন্দ্বে দূর্ভোগ যাত্রীরা

ঝালকাঠিতে বাস মালিক সমিতির দ্বন্দ্বে দূর্ভোগ যাত্রীরা

ঝালকাঠি, ০৮ জানুয়ারী, এবিনিউজ : ঝালকাঠি ও বরিশাল-খুলনার ৭টি রুটে বরিশাল মালিক সমিতির বাস চলাচল ও ঝালকাঠি মালিক সমিতির গাড়ী বরিশালে চলাচল বন্ধের ৬ষ্ঠম দিন অতিক্রম করলেও সরকারর দায়িত্ব্শীল কর্তপক্ষ, বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদাসীনতায় এসব রুটে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। গত ২ জানুয়ারী থেকে বরিশাল-খুলনার ৭টি রুটে শুরু হওয়া লাগাতার কর্মসূচীর ৮ জানুয়ারি সোমবার ৬ষ্ঠম দিন অতিবাহিত হচ্ছে।

লাগাতার এ কর্মসূচীর কারনে ঐ সব রুটে চলাচলকারী সাধারন যাত্রী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা নিদারুন দূর্ভোগের শিকার হচ্ছে। গত ৬দিন ধরে অদৃশ্য শক্তির ইশারায় মুখোমুখি অবস্থান নেয়া দুটি পক্ষের বিরোধ ও দ্বন্দ অবসানের ক্ষেত্রে প্রশাসনের কর্তাব্যক্তি নিস্কৃয়তার সাধারন যাত্রীদের দূর্ভোগ ও আর্থিক ক্ষয়ক্ষতি দীর্ঘায়িত হচ্ছে বলে ভূক্তভূগীরা অভিযোগ করেছে ।

ঝালকাঠি মালিক সমিতির নেতাদের অভিযোগ, যেহেতু ঝালকাঠি জেলার আওতাধীন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৮ কিঃমিঃ সড়ক পথ ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতি বরিশাল-বাখেরগঞ্জ, বরিশাল-নিয়ামতি, বরিশাল-কাঠালতলি, বরিশাল-পটুয়াখালি, বরিশাল-বাউফল, বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-বরগুনার ৭ রুটে যাত্রীবাহী গাড়ী চলাচল করলেও অন্যায় ভাবে ঝালকাঠি মালিক সমিতির গাড়ী চলাচল করতে দিচ্ছেনা। যেটা সম্পূর্ন বেআইনি ও অযৌক্তিক হওয়ায় ঝালকাঠি মালিক সমিতির সাথে সম্মন্বয় না করে উল্টো এ রুটে গাড়ী চলাচলে বাধা দেয়া হচ্ছে বলে দাবী করেন।

অপরদিকে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির অভিযোগ, ঝালকাঠি বাস মালিক সমিতির অভ্যন্তরীন রুট রয়েছে মাত্র দুটি। অথচ বরিশাল-বাখেরগঞ্জ, বরিশাল-নিয়ামতি, বরিশাল-কাঠালতলি, বরিশাল-পটুয়াখালি, বরিশাল-বাউফল, বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-বরগুনার ৭ রুটে তাদের বাস চলাচলের দাবী করছে। তাছাড়া এসব রুটে যাত্রী পরিবহনের জন্য তাদের কোন রুট পারমিটও নেই। তাদের এ একতরফা ও অযৌক্তিক দাবী পূরনের লক্ষে তারা বেআইনী ভাবে বরিশাল থেকে ঝালকাঠি, খুলনা, সাতক্ষিরা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া ও নলছিটির ৭ রুটে বরিশাল বাস মালিক সমিতির গাড়ী চলাচল করতে দেয়া হচ্ছেনা।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশাল-কুয়াকাটাসহ ৭ রুটে তাদের ন্যায্য অধিকার দাবী করে বরিশাল-খুলনাসহ ৭ রুটে বরিশাল মালিক সমিতির গাড়ী চলাচল নিষিদ্ধ ঘোষনা করেন। এ বিরোধের কারনে টানা ৩ দিন ধর্মঘট কর্মসূচী পালনের এক পর্যায় বরিশাল বিভাগীয় কমিশনার অনুরোধ করলে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট কর্মসূচী প্রত্যাহার করেন।

একই সাথে বিভাগীয় কমিশনার ২ জানুয়ারি বরিশাল, পটুয়াখালী, বরগুনা বাস মালিক সমিতি ও ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে এক সভা নির্ধারন করে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেন। সে অনুযায়ী গত ২ জানুয়ারি নির্ধারিত তারিখে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত থাকলেও বরিশাল, পটুয়াখালি ও বরগুনা মালিক সমিতির পূর্ব নির্ধারিত বৈঠকে উপস্থিত না হওয়ায় ঝাখলাঠি মালিক সমিতি দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত