শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নীলফামারীতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস

নীলফামারীতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস

নীলফামারী, ০৮ জানুয়ারী, এবিনিউজ : নীলফামারীতে তীব্র শীত ও ঘনকুয়াশা অব্যাহত রয়েছে। রাত ৮টা থেকে সকাল ৭ টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত পড়েছে। ঘন কুয়াশায় আছন্ন থাকছে পথ-ঘাট। তবে গত চার দিন পর সোমবার নীলফামারীতে সূর্যের দেখা মেলেছে। এদিকে নীলফামারীর ডিমলা উপজেলায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

ডিমলা আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমার জানান, গত কয়েক বছরের মধ্যে এটাই ছিল নীলফামারী জেলার সর্বনিম্ম তাপমাত্রা । এছাড়া সৈয়দপুর উপজেলায় ৩ দশমিক ৫ ও নীলফামারী সদর, ডোমার ও জলঢাকা উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। নীলফামারী জেলা ত্রান কর্মকতা এটিএম আখতারুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় ৪১ হাজার ৯শত ৩৭ টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিশুর পোশাকসহ আরও ২০ হাজার কম্বলের চাহিদা দেয়া আছে বলে তিনি জানান।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত