![আগৈলঝাড়ায় আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/agailjhara-logo@abnews_119403.jpg)
আগৈলঝাড়া (বরিশাল) , ০৮ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভায় বক্তব্য রাখেন ওসি আ. রাজ্জাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্যক্ষ কমলা রানী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিবাহ রেজিস্টার মো. মনিরুজ্জামান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ। সভায় বই বিতরনে অনিয়মের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া হাসপাতালে ডাক্তার ও নার্সদের আবাসিক সংকট, উন্নয়ন কাজে বহিরাগত সমস্যার কারনে ব্যাহত হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর