শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ

দৌলতপুরে বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) , ০৮ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দূর্গম পদ্মার চর এলাকায় অবস্থিত আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা মুন্সিপাড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গরীব অসহায় দুস্থ এক হাজার নারী, পুরুষ এবং শিশুর মাঝে শীতবন্ত্র বিতরণ করে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

সোমবার বেলা ১০ টায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল রাশেদুল হক খান, পিপিএমএস, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রায়ন এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক, জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও অত্র ব্যাটালিয়নের সীমান্তবর্তী প্রতিটি কোম্পানী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সীমান্তরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অসহায় ও গরীব দুস্থদের শীত নিবারণের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এবিএন/ জহুরুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত