![বোদায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119438.jpg)
বোদা (পঞ্চগড়), ০৮ জানুয়ারী, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ কৃষি সংঘ ও সাধারণ পাঠাগারের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে ঐ এলাকার দুস্থ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মো.আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় সংঘের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল হক, আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ কৃষি সংঘ ও পাঠাগারটি এলাকার অসুস্থ রোগীদের রক্তদান, বৃক্ষ রোপন, খেলাধুলার আয়োজন, কন্যা দায়গ্রস্থ্য পিতাদের পাশে দাড়িয়ে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সেবা মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর সংঘের সদস্যদের চাঁদার টাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা