![কয়রায় নবযাত্রা প্রকল্পে কর্মী নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119441.jpg)
কয়রা (খুলনা), ০৮ জানুয়ারী, এবিনিউজ : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের অধীনে খুলনার কয়রা উপজেলার কয়রা সদর, মহারাজপুর, বাগালি, আমাদি ও মহেশ্বরীপুর ইউনিয়নে মাঠ পর্যায়ে কাজ করতে ইচ্ছুক কমিউনিটি নিউট্রিশান ফ্যাসিলিটেটর (সিএনএফ) এর কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ ০৮ জানুয়ারি দুপুর ২টায় ভিকেএসএ গিলাবাড়ি পিজে ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। এ সময় ওয়ার্ল্ড ভিশনের কয়রা উপজেলা কো-অর্ডিনেটর আলবার্ট প্রসাদ বসু, উইনরক ইন্টারন্যাশনালের সামছুল আলম মুনির, নবযাত্রা প্রকল্পের শাহনেওয়াজ, সিন্ধুপ্রসাদ রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা