
চকরিয়া (কক্সবাজার), ০৮ জানুয়ারী, এবিনিউজ : সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত চার সন্তানের জননী খালেদা বেগম (৩৭)। কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর শিয়াপাড়ার মোক্তার আহমদের স্ত্রী খালেদা কয়েকদিন ধরে এই অসুখে ভুগছিলেন। গতকাল রবিবার রাতে ঘুমের ঘোরে জ্বর বেড়ে গেলে পাশে থাকা কীটনাশকের বোতলকে ভাইরাসের ওষুধ মনে করে বেশী মাত্রায় পান করেন। এতে তার যন্ত্রণা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালে গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার ছেলে রিদুয়ান ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা