শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে সুকেসের তালা ভেঙে টাকাসহ স্বর্ণালংকার চুরি

মাদারীপুরে সুকেসের তালা ভেঙে টাকাসহ স্বর্ণালংকার চুরি

মাদারীপুরে সুকেসের তালা ভেঙে টাকাসহ স্বর্ণালংকার চুরি

মাদারীপুর, ০৮ জানুয়ারী, এবিনিউজ : গতকাল রবিবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রামন্ধি এলাকার আলী আহম্মদ খানের বাড়ীতে আলমারী ও সুকেসের তালা ভেঙে স্বর্ণ অলংকার ও টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অনাকাঙ্কিক্ষ ঘটনার কেন্দ্র করে এলাকার স্থানীয় লোকজন রাত আটটার দিকে আলী আহম্মদ খানের বাড়ীতে জরো হয়। কথাবার্তা শেষে যেযার মতো চলেযায়।

ধারনা করা হচ্ছে জরো হওয়া লোকজনের ভীরে মধ্যে শুকৌশলে আলী আহম্মদ খানের ঘরে ঢুকে পরে। ঘরের সবাই ঘুমিয়ে পরলে গভীর রাতে সুযোগ বুঝে সহযেগি চোরদের নিয়ে ঘরের ভীতর থাকা ইষ্টিলের আলমারী, সুকেস, কাঠের আলমারীর তালা ভেঙ্গে নগত পঞ্চাশ হাজার টাকা ও ৩টি স্বর্ণের চেইন ৪ জোরা কানের দুল, ৩টি আংটি, ৩ টি নাকফুলসহ প্রায় ৭ ভরি স্বর্ণ এবং একটি স্যামসাং মোবাইল সেট, ১টি বিদেশী টসলাইট নিয়ে যায়। এত প্রায় ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ভূক্তভুগিদেও দাবি। খবর পেয়ে সদর মডেল থানার এ এসআই মোম্মদ হোসাইন চুরি হওয়ার ঘটনা স্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত