সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর, ০৮ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মী তারেক হোসেন, ইমন হোসেন, জুবায়ের হোসেনসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতরা সবাই একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে কলেজ ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল এসে কাউকে দেখতে পায়নি। তবে এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী জড়িত নয় বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, কলেজের মুল ফটকে মারামারির ঘটনা দেখতে পেয়ে আমিসহ অন্যান্য শিক্ষকগণ ছুটে যাই। আমাদের দেখতে পেয়ে সবাই পালিয়ে যায়। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত