![রাজবাড়ী জেলা প্রশাসক কর্তৃক ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/kombol_abnews_119490.jpg)
রাজবাড়ী, ০৮ জানুয়ারি, এবিনিউজ : আজ সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বালিয়াকান্দি উপজেলার কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াকান্দি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, মোঃ আব্দুল হান্নান, সম্মানিত প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী, জনাব মোঃ আব্দুস সাত্তার খান, সম্মানীত সদস্য, জেলা পরিষদ, রাজবাড়ী, মহসীন উদ্দিন বতু, বিশিষ্ট সমাজ সেবক, রাজবাড়ী, জনাব মুকুল সরকার, সহ-সভাপতি, কেকেএস, রাজবাড়ী।
প্রধান অতিথি মো: শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১৬টি কম্বল কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হলো।
অনুষ্ঠানে সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ও কেকেএস এর নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার শিশুদের উদ্দেশে বলেন, তোমাদের ভালভাবে পড়াশুনা করতে হবে এবং বড় হয়ে নিজেকে দেশের সেবায় বিলিয়ে দিতে হবে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি