শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

অভয়নগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

অভয়নগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

অভয়নগর (যশোর), ০৮ জানুয়ারি, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি দুটি শিরিশ গাছ কাটার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রেমবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানান, ১০-১৫ বছরের দুটি শিরিশ গাছের ডালপালা ও গাছের মাথা উক্ত চেয়ারম্যানের মদদে কর্তন করা হয়েছে। মাগুরা গ্রামবাসীরা গাছ দুটি কর্তনে বাঁধা দিলে চেয়ারম্যান তা আমলে নেননি।

এ ব্যাপারে মাগুরা বাজার কমিটির সভাপতি আবদুস সাত্তার বিশ্বাস জানান, রাস্তার পাশের সরকারি গাছ দুটি স্থানীয় চেয়ারম্যানের মদদে কর্তন করা হয়েছে, যা সরকারি আইন বিরোধী। এ কারণে আমরা এলাকাবাসী মিলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একখানা লিখিত অভিযোগ দিয়েছি।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত