![নওয়াপাড়ায় ইয়াবাসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/08/atok@abvnews_119493.jpg)
অভয়নগর (যশোর), ০৮ জানুয়ারি, এবিনিউজ : যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ক্লিনিকপাড়া থেকে শনিবার রাতে মো. মিথুন তরফদার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ছাত্রলীগেনতা মির্জা তমালের নেতৃত্বে ৪/৫ জন যুবক হাতেনাতে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পুলিশ গতকাল রবিবার মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি