বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
বন্দরে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের পর হত্যা

চার্জশিটভূক্ত আসামী রাহুল গ্রেপ্তার

চার্জশিটভূক্ত আসামী রাহুল গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ, ০৮ জানুয়ারি, এবিনিউজ : সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের পর শ্বাসরোধ করে র্গামেন্টস কর্মী মুনমুন (১২) হত্যার মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামী রাহুল (২২)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

আজ সোমবার দুপুরে বন্দর থানার চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩৮(৪)১৭। ধৃত রাহুল বন্দর থানার সোমবাড়িয়া বাজার সংলগ্ন এলাকার হুমায়ন কবির মিয়ার ছেলে।

জানা গেছে, বন্দর থানার চৌরাপাড়া এলাকার জাবেদ মিয়ার বাড়ী ভাড়াটিয়া মজনু শেখের মেয়ে অবুজ মেয়ে জিবিকার তাগিদে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি র্গামেন্টসে কাজ করে আসছে। গত ৮ মাস পূর্বে র্গামেন্টস কর্মী মুনমুন রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে লম্পট ধর্ষক রাহুলসহ ৩/৪ জন মিলে জোর পূর্বক তাকে নিয়ে সিদ্ধিারগঞ্জ এলাকায় নিয়ে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষা নদী ফেলে দিয়ে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এ এস আই জাকিউলসহ তার সঙ্গীয় র্ফোস আজ সোমবার দুপুরে চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার র্চাজশিটভুক্ত আসামী রাহুলকে গ্রেপ্তার করে ওই দিন বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় সোর্পদ করে।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত