![খাগড়াছড়ি পিটিআই ডিপিটি কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষন শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/khagrachari-pti-diploma_119525.jpg)
খাগড়াছড়ি, ০৯ জানুয়ারি, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। খাগড়াছড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার(পিটিআই) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন প্রাইমারি (ডিপিআই) কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসুচি শুরু হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট ৯টি উপজেলার ১৬০জন সহকারী শিক্ষক শিক্ষিকা একবছর মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
খাগড়াছড়ি জেলায় পিটিআই প্রশিক্ষনের সকালে প্রতিষ্টানটির নিজস্ব হলরুমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোর্স উদ্ধোধন উদ্বোধন করা হয়েছে। সোমবার(৮জানুয়ারি) সকালে এক বছর মেয়াদে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি পিটিআই সুপার মতিলাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারী সুপার ফরহাদ হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম, রির্সোস কর্মকর্তা আবুল হোসেন সরকার জেলা সহকারি শিক্ষক সমিতি‘র নেতা কাত্তিক ত্রিপুরা প্রমুখ।
পিটিআই খাগড়াছড়ি‘র প্রশিক্ষক এনায়েত উল্লা‘র স্বাগত বক্তব্যে‘র আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু।
প্রতিষ্টানটির প্রশিক্ষনার্থী ১৬০ জন শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন স্তরে গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর