শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আড়াইহাজারে ইয়াবাসহ আটক ১

আড়াইহাজারে ইয়াবাসহ আটক ১

আড়াইহাজার, ০৯ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশ্বনন্দী ফেরিঘাট এলাকা থেকে ৮০ পিস ইয়াবা (ট্যাবলেট)সহ সেলিম নামে সিএনজি’র এক চালককে পুলিশ আটক করেছে। সে উপজেলার কালিবাড়ি এলাকার হাটখোলার শওকত আলীর ছেলে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি আহসান জানান, বুধবার রাত ১০টার দিকে একটি সিএনজি’তে করে চালক ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ফেরিঘাট এলাকা আসছেন মর্মে একটি গোপন সংসবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই সিএনজি তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবার মূলহোতাসহ তিন জনের নামে একটি মামলা দায়ের হয়েছে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত