![গাজীপুরে ট্রাকের সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/accident_abnews_119552.jpg)
গাজীপুর, ০৯ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে রুবেল মোল্লা (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় জসিম মোল্লার ছেলে।
নাওয়জোড় হাইওয়ে থানার ওসি মো: আব্দুল হাই জানান, সকাল সাড়ে ৬টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বালুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই মারা যায়।
মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/এমসি