![বেনাপোল সীমান্তে হুন্ডির ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/benapol-bgb_119560.jpg)
বেনাপোল, ০৯ জানুয়ারি, এবিনিউজ : বেনাপোল সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৩৪ লক্ষ ৬০ হাজার বাংলাদেশি টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (০৯জিানুয়ারী) সকালে বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর মাঠ থেকে এ টাকার চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবর আসে, বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর এলাকা দিয়ে হুন্ডির টাকার একটি চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সময় সেখানে অভিযান চালালে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঐ বস্তার মুখ খুলে তার মধ্য থেকে ৩৪ লক্ষ ৬০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত হুন্ডির টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/নির্ঝর