পাঁচবিবি (জয়পুরহাট) , ০৯ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আজ মঙ্গলবার দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক উপজেলার বিভিন্ন দপ্তর ও সামাজিক ভাবে যারা অধিকার বঞ্চিত ও নির্যাতিত তাদের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম। প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) মহা পরিচালক জাফর ইকবাল, পরিচালক মুনিরুজ্জামান ও আব্দুল আজিজ ভুঁইয়া, পুলিশ সুপার বেলায়েত হোসেন। গণশুনানিতে মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক।
পাঁচবিবি দূর্নীতি দমন কমিশনের সভাপতি আব্দুল হাই জানান, গণশুনানিতে প্রায় ৪০টি অভিযোগ উপস্থাপিত হয়। গণশুনানির শুরুর পূর্বে পাঁচমাথা মোড়ে মানববন্ধ ও এক র্যালী শহর প্রদক্ষিণ করে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর