![ভোলায় বরিশাল বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/abnews-24_119567.gif)
ভোলা, ০৯ জানুয়ারী, এবিনিউজ : যুব গেমস ২০০১৮ এর বরিশাল বিভাগীয় ভলিবল প্রতিযোগীতা উদ্বোধন হয়েছে। আজ সকালে ভোলা গজনবী ষ্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন।
বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভোলা ক্রীড়া সংস্থার আয়োজনে বলিবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলায় পিরোজপুর,পটুয়াখালী,ঝালকাঠি দল অংশ গ্রহন করে। এই তিন দলের খেলোয়ারদের মধ্যে সোরা খেলোয়ারদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। তারাই জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগীয় টিম হিসাবে অংশ গ্রহন করবে বলে জানান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা