শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

কাউখালীতে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

কাউখালী (পিরোজপুর), ০৯ জানুয়ারী, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে শিক্ষা জাতীয় করণের দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শহরের মুজিব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি কলেজের শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

শেষে সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ মো. নাসির উদ্দীন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, সাবেক প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. শামছুর রহমান মিজান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান করেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত