শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে ২ জনকে কুপিয়ে জখম: অাটক ১

সাভারে ২ জনকে কুপিয়ে জখম: অাটক ১

‌সাভার, ০৯ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভারে দুজনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম ক‌রে‌ছে এক হামলাকারী। এ ঘটনার পরে এলাকাবাসী ওই হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হ‌চ্ছে সাভারের বাড্ডা এলাকার মরু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪০) এবং সাভারের ভাটপাড়া এলাকার বাসিন্দা আরাফাত হোসেন দিনু (২০)। অাটক হওয়া হামলাকারী সাভার ভাটপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে হোসেন (১৯) ।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা জানায়, মঙ্গলবার দুপুরে সাভারের জামসিং এলাকায় তার কার্যালয়ের সামনে দিয়ে ছোড়া হাতে নিয়ে হেঁটে আসতে দেখা যায় হোসেনকে। এ সময় তাকে ডাক দিলে তার হাতে থাকা ছোড়া দিয়ে হঠাৎ করেই সিদ্দিকুরকে এলোপাথারি কুপিয়ে জখম করে। তাকে বাধা দিতে গেলে দিনু নামে এক যুবককে কুপিয়ে আহত করে হোসেন। সিদ্দিকুরের হাত ও পিঠে মারাত্বক জখম হয়েছে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক মাজহারুল ইসলাম প্লাবন জানায়, আহতদের হাতে ও পিঠে মারাত্বক জখম হয়েছে। এতে তাদের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানায়, দুজন‌কে কুপিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত