![আশুলিয়ায় আগুনে পুড়লো ১৪ ঘর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/agnikando_26206_119599.jpg)
সাভার, ০৯ জানুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শ্রমিকদের থাকার একটি কলোনীতে আগুন লেগে কলোনীর ১৪টি ঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার তোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেছে, অাগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস পৌঁছাতে অনেক দেরি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩ টার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার তোফাজ্জলের বাড়িতে দুপুরে শ্রমিকদের থাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অানতে চেষ্টা শুরু করে।
তবে স্থানীয়দের অভিযোগ, অাগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস পৌঁছাতে অনেক দেরি করেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন হোসেন জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কলোনীর ১৪টি ঘর পুড়ে গেছে। ওই এলাকার সড়কটি খারাপ থাকায় গাড়ি প্রবেশ করতে বেশি সময় ব্যয় হয়েছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি