![মিঠাপুকুরে সড়ক দর্ঘটনায় নিহত ২, আহত ৩০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/road-accident@abnews_119606.jpg)
রংপুর, ০৯ জানুয়ারি, এবিনিউজ : রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বলদীপুর ও বৈরাগীগঞ্জের মাঝামাঝি শাহ্ আমাতন পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অন্যদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে কুড়িগ্রামের উলিপুরগামী একটি নৈশকোচের সঙ্গে রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু'টি দুমড়ে মুচড়ে যায় ও ৩৫ থেকে ৪০ যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ২ যাত্রী মারা যান। তারা হলেন- হারুন-অর রশীদ (৩০) ও লাল মিয়া (৩৫)। তাদের বাড়ি রংপুর সদর উপজেলায়।
এবিএন/জনি/জসিম/জেডি