![পীরবাড়ী মাদ্রাসায় ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119645.gif)
অভয়নগর (যশোর), ০৯ জানুয়ারী, এবিনিউজ : নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা (জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম ও এতিমখানা) এর সকল শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংক নওয়াপাড়া শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হাফেজ শাহ্ আব্দুল্লাহ বোখারী ও ইউসিবি ব্যাংক (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.) নওয়াপাড়া শাখা প্রধান সহকারী ভাইস প্রেসিডেন্ট আবুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসর সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা