
ঠাকুরগাঁও, ০৯ জানুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। নির্বাচিত যেসব ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগে টাকা নেয়, কনস্টেবল নিয়োগে গরিব লোকদের কাছ থেকে টাকা খায়, তাদের মনোনয়ন দেওয়া হবে না।’
তিনি আজ মঙ্গলবার দুপুরে উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।