![বাগমারায় আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/jogipara-pic_119696.jpg)
বাগমারা, ০৯ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ও আউচপাড়া ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয়েছে। এই দুই ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়নের মধ্যে দিয়ে শেষ হলো উপজেলায় ৩য় ধাপের কার্যক্রম।
আজ মঙ্গলবার যোগিপাড়া ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আ’লীগ সদস্য মাসুদ আলম টনি, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সোহাগ, যোগিপাড়া ইউনিয়ন আ’লীগের জাহাঙ্গীর আলম বাদশা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, ছাত্রনেতা নাইম আদনান প্রমুখ। অপরদিকে আউচপাড়া ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক