![বাগমারায় সমাবেশস্থল পরিদর্শনে আ’লীগ নেতৃবৃন্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/tahairpur-pic_119697.jpg)
বাগমারা, ০৯ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাহেরপুর পৌরসভার পিঁয়াজ হাটায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করলেন উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আ’লীগ সদস্য মাসুদ আলম টনি, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, তাহেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান, তাহেরপুর পৌর আ’লীগ নেতা আমজাদ মৃধা, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মাহাবুবুল হক শাহী, আ’লীগ নেতা মমিনুল ইসলাম, তাহেরপুর পৌর শ্রমিকলীগ সভাপতি আয়নাল হক চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি মাসুদ রানা, ছাত্রনেতা জাহিদ হাসান মিলন প্রমুখ। এদিকে তাহেরপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ’লীগ ও অংগ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক