শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভোলায় শিবপুরে কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত

ভোলায় শিবপুরে কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত

ভোলা, ০৯ জানুয়ারি, এবিনিউজ : ভোলার শিবপুরে ইউনিয়ানকে বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয় নিয়ে কিশোরী ক্লাব এর সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকালে শিবপুরে ইউনিয়ানের ৩ নং ওয়ার্ডের আবু তাহের মিয়া বাড়ীতে এই কিশোরী দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৪০ জন কিশোরী উপস্থিত ছিলেন।

ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পরে আয়োজনে এই কিশোরী ক্লাবের সভা পরির্দশন করেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুনেছা শিখা, ইউনিসেফের এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রস্ট আইসিএম সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার,আইসিএম প্রকল্পের এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু , গেইম ফেসিলেটর সুমন প্রমুখ।

এসময় কিশোররা নিজেদেরকে বাল্য বিবাহ মুক্ত রাখার পাশাপাশি শিবপুর ইউনিয়ানের সকল কিশোরীদের বাল্য বিবাহর হাত থেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। শুধু তাই নয় এই ক্লাবের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখী করা, ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য কাজ করবে বলে তারা জানান।

এসময় কিশোরী সদস্যরা অরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃ মিত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। স্কুল থেকে শিশুরা ঝড়ে পরছে। শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না। আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার শাস্তি পেতে হবে। এর জন্য আমাদের সকল কিশোরীকে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে।

বাল্য বিবাহ এর ফলে নারীরা বেশি স্বাস্থ্য ও মৃত্যু ঝুঁকিতে থাকে। অনেক সময় কিশোরীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয় তার অভিভাবকরা। এর ফলে একদিকে যেমন কিশোরীদের পড়াশোনা বন্ধ হয়ে যায় অন্যদিকে সেই মেয়ে অল্প বয়সে মা হতে যেয়ে না ধরনের স্বাস্থ্য ঝুকিঁতে পরে। তাই সবাইকে শিশু বিবাহরে বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত