শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীততে গাঁজাসহ মা মেয়ে আটক

গোদাগাড়ীততে গাঁজাসহ মা মেয়ে আটক

গোদাগাড়ী, ১০ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা মেয়েকে আটক করেছে গোদাগাড়ীর প্রেমতুলি পু‌লিশ তদন্ত কেন্দ্র । প্রেমতলীফাঁড়ীর এস আই আবু বক্কর সি‌দ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত মঙ্গলবার রাত সা‌ড়ে ৮ টায় উপ‌জেলার বিজয়নগ‌র এলাকার বান্দুড়িয়া গ্রামে ইমরা‌নের বাড়ী‌তে অভিযান চা‌লি‌য়ে তল্লাশী করে নীল পলে‌থি‌নে মোড়ানো অবস্থায় ৪ টি প্যা‌কেটে ১৫ কে‌জিগাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী কে আটক করে ।

আটকৃত নারীরা হ‌লেন ইমরা‌ন আলী ছবির মে‌য়ে ও রাজশাহী মহানগ‌রের রায় পাড়া এলাকার লাল্টুর স্ত্রী লিপি খাতুন ( ২৮ ) এবং তার মা ফা‌তেমা বেগম ( ৫৫ ) । এ বিষ‌য়ে প্রেমতলী পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পু‌লিশ প‌রির্দশক আব্দুল ল‌তিফ ব‌লেন , আটকৃত‌দের বিরু‌দ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দা‌য়েরর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত