শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশুলিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

‌সাভার, ১০ জানুয়ারি, এবিনিউজ : সাভা‌রের আশুলিয়ার নরসিংহপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। মঙ্গলবার রা‌তে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কে নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী ও বগুড়া সোনাতলা এলাকার হাসান আলী।

জানা গে‌ছে, ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী রাতে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো। মোটরসাইকেলটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা তাদের উদ্ধার ক‌রে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে গে‌লে সেখানে কর্তব্যরত চিকিৎসক তা‌দের দু্জনকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়,খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাস ও চালককে এখনও আটক করা যায় নি।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত