শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) , ১০ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘোনাপাড়া থেকে কাবুল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাকুড়িয়া দহপাড়া গ্রামের আজিতুল্লাহ্ মন্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার একটি সরিষা ক্ষেতের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ সকাল সাড়ে ৯ টার সময় কাবুলের লাশ উদ্ধার করে। এবং ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, কাবুল হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। হয়ত মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করে মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকার সরিয়া ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরো জানান, নিহত কাবুলের নামে দৌলতপুর থানায় দুটি অস্ত্র মামলা আছে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে, পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত