![জয়পুরহাটে আশা’র অর্ধ বার্ষিক সমন্বয় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/joypurhat-asha_119762.jpg)
জয়পুরহাট, ১০ জানুয়ারি, এবিনিউজ : ‘জয়পুরহাটে প্রাথমিক শিক্ষাকে আরো শক্তিশালী করে তুলতে বেসরকারী সংস্থা আশা’ জেলায় ১শ’ ২০টি প্রি-প্রাইমারী বিদ্যালয়ের মাধ্যমে প্রায় সাড়ে ৩ হাজার শিশুকে পাঠদান কার্যক্রমের আওতায় এনেছে। এছাড়া ৩টি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বিনামুল্যে প্রায় ৪ হাজার রোগীকে নিয়মিত স্বাস্থ্য সেবা, স্যানিটেশন ও ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়েছে। তাই এসব শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা দেওয়ার মাধ্যমে জেলায় সামাজিক কর্মকান্ডকে আরো এগিয়ে নিতে হবে। এছাড়া আশা’ এসএমই ও ক্ষুদ্র ঋনের মাধ্যমে জেলার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বি করে তুলতে নিয়মিত কাজ করে চলেছে।’
জয়পুরহাটে আশা’র শাখা ব্যবপস্থাপকদের নিয়ে অর্ধ বার্ষিক সমন্বয় সভায় উপরোক্ত কথাগুলো বলেন আশা’র রাজশাহী বিভাগীয় এসোসিয়েট মীর আনিছুর রহমান।
বুধবার দুপুরে শহরের খঞ্জনপুর ডিএমএসএস মিলনায়তনে আয়োজিত ওই সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন- আশা’র জয়পুরহাট অডিট ব্যাপস্থাপক প্রকাশ চন্দ্র বর্মন, জেলা ব্যাবস্থাপক আফতাব উদ্দীন প্রমুখ।
সমন্বয় সভায় জেলার পাঁচটি অঞ্চলের আশা’র শিক্ষা কর্মকর্তা, সাপোর্ট প্রকৌশলী, মেডিক্যাল এ্যাসিসটেন্ট, শাখা ব্যাবস্থাপক, মাঠ নিরীক্ষক গন উপস্থিত ছিলেন।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর