![কুয়াতপুর গ্রামে হতদরিদ্র পরিবারের বসতঘর দখলের পায়তারা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/joypurhat-jomidokhol_119763.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) , ১০ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনয়িনের কুয়াতপুর গ্রামে হতদরিদ্র পরিবারের বসতঘর ভেঙ্গে জায়গা দখলের পায়তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াতপুর গ্রামের পূর্বপাড়ার তফিজ উদ্দিন দেওয়ানের পুত্র আবু সামা দেওয়ানের মাটির বশতঘর ঘেঁষে প্রতিবেশী ময়েজ উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক জোড়পূর্বক টিউবয়েল স্থাপন করে। এই টিউবয়েলের পানিতে আবু সামার মাটির ঘরের দেয়ালের একপাশ ভেঙ্গে পড়ে। ঘরটি এখন ঝুকিপূর্ণ। থাকার অনুপযোগী। এর পরেও অন্য কোন ঘর না থাকায় অসহায় আবু সামা ও তার পরিবার সেই ঘরেই বসবাস করছে।
ঘর ভেঙ্গে যাওয়া বিষয়ে ইতিপূর্বে বিভিন্ন স্থানে অভিযোগ করলে আব্দুর রাজ্জাক প্রভাবশালী হওয়ায় আমি কোন প্রতিকার পাইনিয়। এখন সবসময় রাজ্জাক আমাকে জায়গা ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করছে। জায়গা দখলের বিষয়টির জন্য রাজ্জাকের বাড়িতে গেলে, তাকে পাওয়া যায়নি।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর