শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুমিল্লায় ভাসুরের ছেলের হাতে চাচী খুন

কুমিল্লায় ভাসুরের ছেলের হাতে চাচী খুন

কুমিল্লা, ১০ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধের জের বাসুরের ছেলের হাতে চাচী খুন হয়েছে। আহত হয়েছে চাচাও। বুধবার সকালে উপজেলার মহিচাইলে এ ঘটনা ঘটে।

চান্দিনার থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, সকালে মহিচাইল গ্রামের রঞ্জিত দাসের বড় ভাইয়ের ছেলে সমীর দাসের সাথে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সমীর দাস উত্তেজিত হয়ে তার চাচী শিল্পী রাণী দাস এবং তার চাচা রঞ্জিত দাসকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

আহত অবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা হাসপাতালে নেয়ার পর শিল্পী রানী দাস মারা যান। আশংকাজনক অবস্থায় রঞ্জিত দাসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা সমীর দাসকে আটক করে পুলিশে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চান্দিনা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এবিএন/ শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত