বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আড়াইহাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আড়াইহাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আড়াইহাজার, ১০ জানুয়ারী, এবিনিউজ : আড়াইহাজারের বড়বিনাইচর এলাকায় বুধবার “স্বপ্নপূরণ শিশু শিক্ষালয়” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উর্ত্তীণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আলী আকবর সিকদার, সোহাগ ও ভট্রাচার্য্য, বিদ্যালয়ের সভাপতি জাফর আহাম্মদ পাঠান দুলাল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আতিকুর রহমান আতিশ। পরিচালনা করেন তানিয়া লাভলী।

আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এফরান আলী, সিনিয়র সহ-সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সহ-সভাপতি এসহাক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছাঈদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মোল্লা, আলম খান, ক্রিড়া সম্পাদক সোহেল প্রমুখ। প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আমি একটি বিদ্যালয় গড়ে তুলব। আমি সেই লালিত স্বপ্নের বাস্তবায়ন করতে শুরু করেছি। আমার স্কুলে আজ শত শত শিক্ষার্থী পড়াশোনা করছেন। এলাকায় আমি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি। আমার মা আমাকে একাজে সর্বদা সাহায্য করে যাচ্ছেন। আমি তার অনুপ্রেরণায় এতোদূর এগিয়েছি।

এবিএন/হাকিম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত