![কাউখালীতে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ হাসপাতালে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/abnews-24.bbbbbbbbbbbbbbb_119797.jpg)
কাউখালী (পিরোজপুর), ১০ জানুয়ারী, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে পারিবারিক কলহের জের ধরে এক গ্রাম পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত গ্রাম পুলিশ মোঃ আঃ আলিম কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জানাগেছে, উপজেলার কেউন্দিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোঃ আঃ আলীম গত বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ থেকে কাজ করে বাড়ী ফেরার সময় বাড়ীর কাছাকাছি পৌছালে রাস্তার উপর একই গ্রামের আঃ রহমান খন্দকারের ছেলে শফিকুল ইসলাম এবং নুরুজ্জামান মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক সহ ৪/৫ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরতর আহত অবস্থায় রেখে যায়।
ডাকচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে শফিকুল সহ ৩জন আসামী করে কাউখালী থানায় গ্রাম পুলিশের স্ত্রী গোলেনুর বেগম বাদী হয়ে অভিযোগ করেন। থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান অভিযোগ পাওয়া গেছে মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা