বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
প্রাথমিক সমাপনী

কাউখালীতে পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগ

কাউখালীতে পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগ

কাউখালী (পিরোজপুর), ১০ জানুয়ারী, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী সদ্য প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল জালিয়াতি করে পরিবর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার ৪নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের সৈয়দ রেজভি আহম্মেদ এর মেয়ের পরীক্ষার ফলাফলে জালিয়াতির অভিযোগ এনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীসহ বিভিন্ন শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে চিরাপাড়া গ্রামের অভিভাবক রেজভি আহম্মেদ এর মেয়ে রুবাইয়াত প্রভা ফারিম স্থানীয় ৩০ নম্বর জে.এম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সনে ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশ নেয়। তার রোল ম ৭৮৬। সে অভ্যন্তরীনসহ সকল বিষয়ের পরীক্ষায় এ+ প্রাপ্ত হয়।

কিন্তু কাউখালীর দূর্ণীতিবাজ কিছু শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তার কোড নম্বর চুরি করে ইন্দুরকানী উপজেলার কিছু শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের যোগসাজগে খাতায় নম্বর পরিবর্তন করে বলে অভিযোগকারী রেজভি আহম্মেদ লিখিতভাবে জানান। এতে যোগ্য পরীক্ষার্থীদের এ+ দেয়া না হলে বিষয়টি ধরা পড়ে । উল্লেখ্য ম ৫০২ নং রোলে ছাত্রী একজন সকল পরীক্ষায় ৩৩ নম্বর পায়নি বলে রেকর্ড রয়েছে অথচ সে সমাপনী পরীক্ষায় এ+ প্রাপ্ত হয়। এভাবে ফলাফলে জালিয়াতি করা হয়। সম্প্রতি এস.বি. সরকারী বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ০৮(আট) পেয়ে সর্বশেষ স্থান অধিকার করে অথচ সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে।

আরো অভিযোগ রয়েছে কাউখালী উপজেলার কিছু অসাধু শিক্ষক পিএসসি ও জেএসসি পরীক্ষার সময় তাদের অনুগত অর্থাৎ যে সকল ছাত্র ছাত্রী তাদের নিকট প্রাইভেট পড়ে তাদেরকে টাকার বিনিময়ে পরীক্ষার হলে উত্তর বলে দেয়, এমনকি খাতায় লিখেও দেয়। এ বিষয়ে ৩০নং জে.এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আক্তার বলেন আমার বিদ্যালয়ের ছাত্র রুবাইয়াত প্রভা ফারিম কোনদিন দ্বিতীয় হয় নাই এবং প্রত্যেক পরীক্ষায় ৯০ এর উপরে নম্বর পেয়েছে সে কিভাবে বিজ্ঞানে ৩৩ পায় তার আমার বোধগম্য নহে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম উদ্দীন এর নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন এ উপজেলা খাতা অন্য উপজেলার শিক্ষকরা দেখেন এ ব্যাপারে আমাদের কোন দায় দায়িত্ব নাই।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত