![ক্ষেতলালে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/fg_119846.jpg)
ক্ষেতলাল, ১০ জানুয়ারি, এবিনিউজ : একটি শীতবস্ত্র হোক একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র”এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের জনপ্রিয় ফেসবুক পেজ জয়পুরহাট নিউজ২৪ এর আয়োজনে আজ বুধবার বিকেলে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বিনাই দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর অসহায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট নিউজ২৪ এর পক্ষে রবিউল ইসলাম রিমন,রিয়াজ উদ্দিন, রাব্বিউল হাসান পবন কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান, উক্ত মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সহ-সভাপতি মোঃ মজির উদ্দিন মোল্লা, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক হাফেজ মোঃ এমদাদুল ইসলাম ও ক্বারী মোঃ নূর আলম প্রমূখ।
এবিএন/মিজানুর রহমান/জসিম/রাজ্জাক