![কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/road-accident_abnews24_119859.jpg)
কুষ্টিয়া, ১০ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ১০ জন। আজ বুধবার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালীর লাহিনীপাড়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন চয়ন হোসেন (৩২)। তিনি বাসটির চালক। তিনি কুষ্টিয়ার জগন্নাথপুরের বাসিন্দা। নিহত অপর ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রনি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। কিছু দূর গিয়ে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশে লাহিনীপাড়া নামক এলাকায় বাসটি উল্টে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত অন্তত ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিএন/মমিন/জসিম