![বাগমারায় মুক্তিযোদ্ধা মছিরের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/shuk1_119867.jpg)
বাগমারা, ১০ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মছির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহীর রাজিউন)। দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ’ ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা চলা কালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি উপজেলা বাসুপাড়া ইউনিয়নের বিরকয়া গ্রামে।
বুধবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মুত্যৃকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দীনের মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বুধবার মরহুম অছির উদ্দীনের বাড়ি গিয়ে সবার সাথে দেখা স্বাক্ষাত করেন।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক