বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় দেড় মণ হরিণের মাংস উদ্ধার

বরগুনায় দেড় মণ হরিণের মাংস উদ্ধার

বরগুনা, ১০ জানুয়ারি, এবিনিউজ : জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে নোঙর করা অবস্থায় একটি ট্রলার থেকে দেড় মণ হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে ট্রলারটিও জব্দ করা হয়েছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে অভিযান চালায় পুলিশ। এসময় হরিণের মাংস বোঝাই নামবিহীন ট্রলারটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মাংসগুলো আদালতের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত