শেরপুর , ১০ জানুয়ারি, এবিনিউজ : শেরপুরের শ্রীবরদী উপজেলার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আবদুল মান্নান (৫০) শ্রীবরদী উপজেলার বৈষ্টমীরচর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খড়িয়াকাজীরচর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, নিহত আবদুল মান্নান নিজ বাড়ি থেকে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ট্রাকটি আটক করেছেন
এবিএন/মমিন/জসিম