![গোপালগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/10/died@abnews_119871.jpg)
গোপালগঞ্জ, ১০ জানুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্বর্ণালী খানম (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলী নুর হোসেন জানান, আজ বুধবার সকালে বাড়ি থেকে কাশিয়ানীর রামদিয়া কলেজে যায় স্বর্ণালী। পরে দুপুরে কলেজ থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল সে। এসময় ইজিবাইকটি ওড়াকান্দি পৌঁছলে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়।এতে ঘটনাস্থলে সে মারা যায়।
পরে পরিবারের লোকজন নিহত স্বর্ণার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত স্বর্ণালী কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের সাখাওয়াত শেখের মেয়ে ও রামদিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর